North24Paragana1

Mar 15 2023, 17:29

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 15.03.2023.


MLA Sukumar Mahata visited Monipur Gram Panchayat where he began his Anchale Ek Din programme by offering prayers at a local mosque followed by his interaction with the locals to know their needs and concerns. He also visited a local school. Later he attended a community lunch followed by his meeting with the panchayat members at North 24 Parganas.

North24Paragana1

Mar 15 2023, 16:21

অ্যাডিনো ভাইরাস নিয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে


কলকাতা:অ্যাডিনো ভাইরাস নিয়ে এবার জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। দাবী করা হয়েছে, প্রতিদিন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে যা আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। দিন দিন বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল। আবেদনে একাধিক দাবী রাখা হয়েছে।

বলা হয়েছে, প্রত্যেকটি হাসপাতালে পর্যাপ্ত পরিমানে ভেনটিলেশনের ব্যবস্থা রাখা হোক। এই মামলায় স্বাস্থ্য দফতরকে যুক্ত করা হয়েছে।স্বাস্থ্যদফতর যাতে ভাইরাসের সংক্রমণ নিয়ে হেল্পলাইন,গাইডলাইন এবং নির্দেশিকার ব্যবস্থা করে তার জন্য নির্দেশ দিক আদালত। আগামী সোমবার মামলার সম্ভাব্য শুনানি রয়েছে।

North24Paragana1

Mar 15 2023, 16:17

ব্যারাকপুর শিউলি পঞ্চায়েতের অন্তর্গত নবরান্ডা এলাকার পি.সি.কালার গেঞ্জি কারখানায় আগুন


উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর শিউলি পঞ্চায়েতের অন্তর্গত নবরান্ডা এলাকার পি.সি.কালার গেঞ্জি কারখানায় আজ দুপুরে পৌনে দুটো নাগাদ হঠাৎই আগুন লাগে। দমকলের প্রাথমিক অনুমান বয়লার ব্লাস্ট করেই আগুন আগুন লেগেছে। ঘটনা স্থানে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে মোহনপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বয়লার ব্লাস্ট যাওয়ায় অঞ্চলের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

North24Paragana1

Mar 15 2023, 13:37

ক্যালসিয়াম ট্যাবলেট, জুতো ও হরলিকস প্রদানের দাবিতে শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানায় বিক্ষোভ


উত্তর ২৪ পরগনা: শ্রমিকদের হরলিকস, ক্যালসিয়াম ট্যাবলেট ও জুতো আদায়ের দাবিতে শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানায় বিক্ষোভ এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়নের। কারখানা কর্তৃপক্ষের সামনে ন্যায্য দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন ওই শ্রমিক ইউনিয়নের সদস্যরা। বিক্ষোভ ঘিরে উত্তেজনা থাকায় কারখানা গেটে রাফ-সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে।

North24Paragana1

Mar 14 2023, 15:54

গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে চাকরি গেল সঙ্গীত শিল্পীর স্ত্রীর


উত্তর ২৪ পরগনা: গ্রুপ সির নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল ৮৪১ জনের।আর সেই তালিকায় নাম ছিল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান,কাউন্সিলর,চেয়ারম্যানের আত্মীয়-স্বজনদের নাম।আর সেই তালিকায় ৬৪১ নম্বরে নাম রয়েছে খরদহের সংগীতশিল্পী পর্নাভ ব্যানার্জীর স্ত্রী সোহিনী চক্রবর্তীর।

সোহিনী খড়দহ পাতুলিয়া হাইস্কুলে গ্রুপ সি কর্মীর কাজ করতেন।তার চাকরি চলে যাওয়ার ঘটনায় স্কুলে আসতেই শিক্ষকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।পাতুলিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক জানালেন সোহিনী চক্রবর্তী ২০১৮ সালে গ্রুপসি পদে যোগ দিয়েছিলেন। নিয়মিত স্কুলে আসতেন। লকডাউনের সময় থেকে তিনি আর নিয়মিত স্কুলে আসতেন না।

গ্রুপসি কর্মী সোহিনী চক্রবর্তীকে তৃণমূলের প্রভাবশালী নেতাদের সঙ্গেও বিভিন্ন সময় দেখা গিয়েছে।আর তার এই চাকরি যাওয়ার ঘটনায় খরদহ অঞ্চল জুড়ে শুরু হয়েছে নানা গুঞ্জন।তবে এই বিষয়ে পর্নাভ ব্যানার্জি ও তার স্ত্রী সোহিনী চক্রবর্তীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

North24Paragana1

Mar 14 2023, 12:51

সেনাতে যোগ দেওয়া হল না, গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ গারুলিয়ার যুবক


উত্তর ২৪ পরগনা: সেনাতে যোগ দেবার জন্য প্রস্তুতি নিচ্ছিল গারুলিয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকাশ ধানুকা ( ২১)। শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে সাইকেল নিয়ে প্রতিদিন অনুশীলন করতে আসতো আকাশ। মঙ্গলবার সকালে পাড়ার একটি মেয়ের সঙ্গে আকাশ অনুশীলনে এসেছিল।

অনুশীলন শেষে শ্যামনগর স্কুল ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায়। মেয়েটি ফোন করে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। ডুবুরি নামিয়ে আকাশের খোঁজ চলছে। এখনও পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। মিশুকে স্বভাবের আকাশের গঙ্গায় নিখোঁজের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

North24Paragana1

Mar 14 2023, 12:19

ব্যারাকপুর পুলিশ কমিশনারের বড় সিদ্ধান্ত, ৪১ জন চেয়ারম্যান, কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান এর সিকিউরিটি তুলে নেওয়া হল


উত্তর ২৪ পরগনা: বারাকপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে নেতা কাউন্সিলর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সুরক্ষার জন্য দেওয়া হয়েছিল প্রত্যেককে একজন বা দুজন করে সিকিউরিটি। ব্যারাকপুর পুলিশ কমিশনারের একটি অর্ডার জারি করে সেই সমস্ত সিকিউরিটি তুলে নেওয়ার কথা বলা হয়েছে।

ব্যারাকপুর পুলিশ কমিশনারের মোট ৪১ জন এই সিকিউরিটি পেয়েছিলেন এতদিন।কাল থেকে সেই সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। বিশেষ করে কাঁচরাপাড়া, হালিশহর ,নৈহাটি ,ভাটপাড়া জগদ্দল এ সমস্ত এলাকার নেতাদের কাছ থেকে এটা তুলে নেওয়া হয়। আজ পর্যন্ত তারা শেষ সিকিউরিটি পাবে, আগামীকাল থেকে এই সিকিউরিটি তাদের কাছে আর থাকবে না।

North24Paragana1

Mar 14 2023, 11:40

রাতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর


উত্তর ২৪ পরগনা: গতকাল রাতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়।ভাঙচুর করে এলাকার দুষ্কৃতীরা। শহীদ বিকাশ বসু স্মৃতি ভবন নোয়াপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় পলতা। রাত্রে পার্টি অফিস বন্ধ করে বাড়ি যাচ্ছিল তৃণমূল কর্মী অলোক মজুমদার। পার্টিঅফিস থেকে কিছুটা গেলেই তাকে তিন দুষ্কৃতীয়া আক্রমণ করে। তারা এলাকারই ছেলে।

প্রথমে তারা বেধড়ক মারধর করে অলোক কে। কোন রকমের প্রাণ বাঁচিয়ে ছুটে পালায় আশ্রয় নেয় পার্টি অফিসের পিছনে তাড়া করে এসে পিস্তলের বাট দিয়ে মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়, সেলাই পরে তিনটি। ভাঙচুর করা হয় পার্টি অফিস। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় চেয়ার টেবিল। খবর পেয়ে ঘটনা চলে আসেন মোহনপুর থানার পুলিশ থানায়। ওই তিন দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকা ছেড়ে পালিয়েছে দুষ্কৃতীরা।

North24Paragana1

Mar 14 2023, 10:23

মঙ্গলবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা


উত্তর ২৪ পরগনা: শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।খড়দহের ৪টি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছেন ছাত্র ছাত্রীরা। রাজ্যের উচ্চমাধ্যমিক মধ্য শিক্ষা সংসদের তত্বাবধানে এই পরীক্ষা চলবে ১৪ই মার্চ থেকে ২৭শে মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।এবছর

পরীক্ষার্থীর সংখ্যা ৮লক্ষ ৫৫হাজার।গত বারের থেকে ১ লক্ষের বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা নেওয়া হচ্ছে ২৩৪৯টি কেন্দ্রে, অনন্য বারের মতো এবারও করা নিরাপত্তার আয়োজন করা হয়েছে।

খড়দহ থানা ও রহড়া থানার তরফে পরীক্ষাকে কেন্দ্র করে থানা এলাকায় আঁটোসাটে নিরাপত্তা রাখা হয়েছে।এছাড়াও পরীক্ষা কেন্দ্র গুলি ঘুরে দেখেন খড়দহ পুরসভার পুরপ্রধান নীলু সরকার।বাড়তি সতর্কতা হিসাবে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ,স্পর্শ কাতর কেন্দ্রে মেটাল ডিটেক্টর ও অতিস্পর্শ কাতর কেন্দ্রে রেডিও ফ্রিকুয়েন্সি ডিকেক্টর পরীক্ষার ব্যবস্থা থাকছে রাজ্য জুড়ে। শুরুর এক ঘন্টার মধ্যে কোন পরিক্ষার্থী শৌচালয় যেতে পারবে না।মোটের উপর খড়দহ সহ বিভিন্ন অঞ্চলে নির্বিঘ্নেই শুরু হল ২০২৩এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

North24Paragana1

Mar 14 2023, 10:21

রাজ্যে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা


উত্তর ২৪ পরগনা: আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মিনাখার জয়গ্রাম জানকীনাথ উচ্চ বিদ্যালয় এ বছর চারটি বিদ্যালয়ের সিট পড়েছে পরীক্ষার। সকাল থেকে পুলিশে করা নিরাপত্তার মধ্য দিয়ে চারটি বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা এই জয়গ্রাম বিদ্যালয় ভেতর প্রবেশ করছে।

একটি গেট থেকে ছাত্রদের ওপর আরেকটি গেট থেকে ছাত্রীদের চেকিং করে বিদ্যালয়ের ভেতরে ঢোকানো হয়েছে। মোবাইল ফোন কাঠের পিচবোর্ড সহ অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে বিদ্যালয়ের ভেতর যাতে প্রবেশ করতে না পারে তার জন্য প্রতিটি বিদ্যালয়ের গেটে স্কুল শিক্ষিকা ও পুলিশ কর্মীরা ছাত্রদের চেকিং করে বিদ্যালয়ের ভেতর প্রবেশ করায়।